News
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় রিকশাচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শেরপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন মিয়া (৪০) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের বুলা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মাহবুবুর রহমান বলেন, “সকালে রিকশা নিয়ে মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন মিলন।
“এ সময় একটি বালুবোঝাই একটি ট্রাক্টর এসে মিলনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
“এ সময় একটি বালুবোঝাই একটি ট্রাক্টর এসে মিলনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”